সিলেট বার্তা, ২০১৮-০৩-১৭ ১৯:৫৯:০১
বিমান দুর্ঘটনায় আহত শেখ রশিদ রোবায়েত ও তাকে দেখতে নেপাল যাওয়া স্বজনরা। ঢাকায় এসে পৌছেছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার তারা আসেন বলে জানিয়েছেন ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম।
তিনি আরও বলেন, দ্রুতই তাদেরকে বিমানবন্দর থেকে বের করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে ওই দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজনকে বাংলাদেশে আনা হয়েছে। এরা হলেন-শেহরিন আহমেদ, মেহেদী হাসান, মেহেদি হাসানের স্ত্রী সাইদা কামরুন নাহার স্বর্ণা ও মেহেদী হাসানের ফুফাতো ভাইয়ের স্ত্রী আলমুন নাহার এনি। অন্যদিকে, আরেক আহত ডা. রেজোয়ানুল হককে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে।
গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানটি। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন বাংলাদেশিসহ ৫১ জন নিহত হয়েছেন। বিমানটিতে ৭১ আরোহী ছিলেন।
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা জানতে নেপাল ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষের দাবি, কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষ থেকে ভুল নির্দেশনা দেওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে এই দাবি অস্বীকার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।