নিউজ ব্রেকিং

সর্বশেষ খবর

   ছুটি না নিয়ে স্থায়ীভাবে ইংল্যান্ডে তাহিরপুরের স্কুল-শিক্ষক, বিভাগীয় মামলা    ব্রিটিশ হাইকমিশনারের আয়োজনে শিশুদের নিয়ে সিলেটে ইফতার    সুরমা নদী খননে ধীর গতি, ৫০ কোটি টাকা জলে যাওয়ার শঙ্কা    জগন্নাথপুরে দুই দোকানিকে জরিমানা    হাতুড়ির আঘাতে বৃদ্ধের মৃত্যু: প্রধান আসামি বিয়ানীবাজারে গ্রেপ্তার    লঙ্কা-বাংলা এল ক্লাসিকো: শেষ হাসি কার?    ৬০ বছর আগের পুরোনো রেকর্ড ভাঙলেন কেইন    পিকের জন্য নিজের ক্যারিয়ার নিয়ে ভাবেননি শাকিরা    রেড, ইয়োলো, গ্রিন: বাংলাদেশের কোন ব্যাংকের অবস্থা কেমন?    হামাসের বিরুদ্ধে যুদ্ধে হেরে গেছে ইসরাইল: সাবেক সেনা কমান্ডার    বঙ্গবন্ধুর জন্মদিনে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী    বগুড়ায় ইফতার মাহফিল থেকে জামায়াত নেতাকর্মী সন্দেহে ৯ জন আটক    কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের ৯বগি লাইনচ্যুত    খাবার পাঠানোর উপায় খুঁজছে মালিকপক্ষ    নার্স দিয়ে অস্ত্রোপচার, হাসপাতাল মালিকের কারাদণ্ড    জুয়ার সরঞ্জামসহ জগন্নাথপুরে আটক ২ যুবক    কিছু উগ্রবাদী নিজেদের মতকে শ্রেষ্ঠ মনে করে: ড. মোমেন এমপি    ট্রাক-চাপায় টুকেরবাজারে যুবকের মৃত্যু    সিলেটে ৯ হাজার ৮০০ কেজি পেঁয়াজসহ আটক ২    হাসারাঙ্গার এক ওভারে ব্যাকফুটে বাংলাদেশ

খেলাধুলা

সাকিবদের হারিয়ে ফাইনালে চেন্নাই

সিলেট বার্তা, ২০১৮-০৫-২৩ ০২:৪৩:৩৪

স্বল্প স্কোরের ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে হায়দরাবাদ। কিন্তু শেষের দিকে বাজে বোলিংয়ে ম্যাচ হেরেছে সাকিবদের হায়দরাবাদ। শেষ তিন ওভারে জিততে হলে চেন্নাইয়ের করতে হতো ৪৩ রান। কিন্তু সেই লক্ষ্যেও পৌছে গেছে চেন্নাই। সপ্তম বারের মতো উঠে গেছে ফাইনালে।

হায়দরাবাদের ১৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫০ রানে ৪ উইকেট হারিয়ে বসে চেন্নাই। কিন্তু ফ্যাফ ডু প্লেসি একাই ম্যাচ বের করে নিয়ে আসেন। ৯৭ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পরে ২ উইকেটের জয় পায় ধোনীর দল চেন্নাই। ফ্যাফ ডু প্লেসি করেন ৪২ বলে ৬৭ রানের দারুণ ইনিংস। চার ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নেওয়া রশিদ খানের দারুণ বোলিং ব্যর্থ হয়ে গেছে এ ম্যাচে। সাকিব ব্যাটের মতো বল হাতেও ছিলেন ব্যর্থ। দুই ওভারে ২০ রান দেন তিনি।

এর আগে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল হায়দরাবাদও। তাদের রান ১৩৯ পর্যন্ত যাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান কার্লোস ব্রাথওয়েটের। ক্যারিবিয়ান অলরাউন্ডার শুরুতে মন্থর ব্যাটিং করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বের হন। এরপর ঝড়ো ব্যাটিংয়ে হায়দরাবাদকে এনে দেন লড়াই করার মতো স্কোর। ক্যারিবিয়ান হার্ডহিটার ব্যাটসম্যান ২৯ বলে খেলেন হার না মানা ৪৩ রানের ইনিংস, বিধ্বংসী ইনিংসটি সাজান ১ চার ও ৪ ছক্কায়।

ব্রাথওয়েট ছাড়া হায়দরাবাদের আর কোনও ব্যাটসম্যান সুবিধা করতে পারেননি। ইনিংসের প্রথম বলেই ফিরে যান শিখর ধাওয়ান। আরেক ওপেনার শ্রীভাতস গোশ্বামী চেষ্টা করলেও ১২ রানের বেশি করতে পারেননি। শুরুর ওই ধাক্কা কাটিয়ে ওঠার ইঙ্গিত অবশ্য দিয়েছিলেন কেন উইলিয়ামসন। চলতি আইপিএলে ব্যাটে রীতিমত বসন্ত চলা হায়দরাবাদ অধিনায়ক আশা জাগিয়েও পারেননি, ১৫ বলে ২৪ রান করে ফিরে যান প্যাভিলিয়নে।

ব্যাটিং অর্ডারে ‘প্রমোশন’ পেয়ে পাঁচ নম্বরে নেমেছিলেন সাকিব আল হাসান। বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করায় নতুন আশাই জাগিয়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। কিন্তু লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ১০ বলে ১২ রান করে ধরা পড়েন তিনি উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির গ্ল্যাভসে।

মনীশ পান্ডে নিশ্চিতভাবে ভুলে যেতে চাইবেন এবারের আইপিএল। কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও পুরোপুরি ব্যর্থ এই ব্যাটসম্যান, ১৬ বলে করেন মাত্র ৮ রান। এরপর ইউসুফ পাঠান ২৯ বলে ২৪ রান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে হায়দরাবাদের রান ১৩৯ পর্যন্ত যাওয়ার পেছনে।

শেয়ার করুন

Print Friendly and PDF

আপনার মতামত দিন